ডায়ালসিলেট ডেস্ক;: সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্য ঘটেছে। নিহতের নাম সুফিয়া বেগম (৫০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় মালামাল বোঝাই কাভার্ডভ্যান ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আমির উদ্দিন জানান, সুনামগঞ্জ থেকে সবজি বোঝাই কাভার্ডভ্যান সিলেট যাচ্ছিল। পথে হালুয়ারগাঁও এলাকায় দিরাই থেকে সুনামগঞ্জগামী সিএনজির সঙ্গে কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি যাত্রী সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ আরও ৪ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

