নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়। আজ শনিবার শাবির ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বলে জানা যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। বাকি ১৩১ জনের নেগেটিভ আসে।তাদের মধ্যে পুরুষ ৪৪জন এবং মহিলা ৫জন।তারা সকলেই সিলেজ জেলার।
এনিয়ে আজকের রাত পর্যন্ত সিলেট বিভাগজুড়ে আক্রন্তের সংখ্যা দাড়ালো ৭৪ জন। সিলেট জেলায় ৪৩৫জন। বিভাগজুড়ে আক্রান্ত হলেন ৯৪৮ জন।

