নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ঘন্টা্র তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭ জন । আজ সোমবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, চার জেলার মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জ জেলায় ২৪ জন ও হবিগঞ্জ জেলায় ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১৬ জন সনাক্ত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১৪২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটে ৬৮ জন, সুনামগঞ্জ জেলায় ৯ জন, হবিগঞ্জ জেলায় ৪৭ জন, মৌলভীবাজার জেলায় ১৮ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ১০ হাজার ১২৩ জন ও সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮৭ জন এবং মারা গেছেন ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৬ জন ও মারা গেছেন ১২৯ জন, সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৪ জন ও মারা গেছেন ২০ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৯৩১ জন ও মারা গেছেন ১২ জন, মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ৮৫৬ জন ও মারা গেছেন ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, সিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে তার মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৩৬৩ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৯৩২ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৪ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ৩৭৪ জন।

