২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করল সিলেট মহানগর যুবলীগ

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করল সিলেট মহানগর যুবলীগ

ডায়ালসিলেট ডেস্ক:বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২টা ১ মিনিটে সিলেট নগরীর তালতলাস্থ গুলশান হোটেলের হলরুমে এ কেক কাটা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি মুশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিমসহ আহবায়ক কমিটির সাবেক সদস্যবৃন্দ এবং ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।