সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন। তবে চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা জানান, গত ৪৮ ঘণ্টার টানা অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা নানা কৌশলে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
তিনি বলেন, জব্দ করা পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে জব্দ হচ্ছে অবৈধভাবে ভারত থেকে আনা পণ্য। তবে তাতেও থেমে নেই চোরাকারবারিদের তৎপরতা।

