ডায়ালসিলেট ডেস্ক :সুনামগঞ্জে সীমান্ত এলাকায় ৬৩ লক্ষাধিক টাকার ভারতীয় আপেল ও একটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার (১১ অক্টোবর) সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ৫ হাজার ৭০০ কেজি আপেল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে কিনরপাড়া নামক স্থান থেকে বিজিবির টহল ভারতীয় আপেল ৫হাজার ৭০০ কেজি ও EICHER RUNNER নামের একটি ট্রাক জন্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৬৩লাখ ৫০ হাজার টাকা।
এব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেলের এই বড় চালানটি জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

