চ্যানেল আই সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেট এর বার্তা সম্পাদক এবং স্পোর্টস জার্নালিষ্ট ফোরাম বাংলাদেশ এর সেক্রেটারি(জেনারেল) সাদিকুর রহমান সাকীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্পোর্টস জার্নালিষ্ট ফোরাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!রবিবার এক বিবৃতিতে ফোরামের প্রেসিডেন্ট বদরুদোজ্জা বদর এবং সেক্রেটারি (এক্সিকিউটিভ) ইউসুফ আলী বলেন, ক্লাবের সেক্রেটারি(জেনারেল) সাদিকুর রহমান সাকীর ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় আমরা স্তম্ভিত এবং ক্ষুব্ধ। দ্রুত সব আসামীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।
উল্লেখ্য, রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নগরীর গোয়াইপাড়াস্থ বাসায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় সাকী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

