ডায়াল সিলেট ডেস্ক:: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ৫টার দিকে হাসপাতালের ২৬ নং ওয়ার্ড থেকে নীলকান্ত দাশ (২১) নামের ঐ ব্যাক্তিকে আটক করা হয়। সে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বানিক্য দাসের ছেলে।

ভূয়া ডাক্তার আটকের তথ্য নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই ওমর ফারুক।

জানা গেছে, নীলকান্ত দাস নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কয়েক মাস যাবত ইন্টার্নী ডাক্তারদের সাথে রোগিদের সেবা দিয়ে আসছেন। বৃহস্পতিবার ২৬নং ওয়ার্ডে তাকে দেথে দেখলে দায়িত্বরত স্টাফদের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তারা হাসপাতালে খোঁজ নিয়ে এই নামের কোন ডাক্তার নেই জানতে পারেন এবং সাথে সাথে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *