ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও আজীবন সদস্যদের ৩য় ধাপের সম্মাননা ক্রেষ্ট ও পরিচয় পত্র বিতরণী অনুষ্ঠান গতকাল (৫ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক আহমদ মাসুম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা ওলিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য মাওলানা আজির উদ্দিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ তাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান বাহার।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাহেদুল করিম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ইমরানুল করিম, আফজাল হোসেন মিজান, বাহার হোসেন সাকিব, কানাইঘাট বিচ্ছুরণ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মিহাদুর রহমান জুয়েল, কানাইঘাট ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মোহাম্মদ আলী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সাতবাঁক ইউপি সভাপতি সুলতান আহমদ, পৌর সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক মিছবাউল করিম, শাহিন আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জয়নুল ইসলাম, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ আল মিসবাহ, সহ সভাপতি শাহিদুল ইসলাম, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা রুমান আহমদ প্রমূখ। প্রধান অতিথি আহমদ মাসুম তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি। কানাইঘাটে দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন সাংবাদিকরা। আমি মনে করি কানাইঘাটের উন্নয়নে শতভাগ অবদান রয়েছে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের। তিনি কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সকল কার্যক্রমে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সৌদি আরব প্রবাসী আলহাজ্ব শেখ ফয়জুল হক মুন্সী, দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক, ওমান প্রবাসী যুবনেতা বাবলু হোসেন, আজীবন সদস্য সৌদি আরব প্রবাসী মামুন উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী রোজেল আহমদ ও সেলিম উদ্দিনকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও পরিচয় পত্র প্রদান করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মাসুমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *