ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট শহরতলীর টুকের বাজারের বিলাল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। রবিবার বেলা আড়াইটায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগীতায় প্রায় ঘন্টা খানেক পরে আগুন নিয়ন্ত্রনে আসে।জানা গেছে, টুকের বাজারের বিলাল মার্কেটে একটি লেপ তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের ভয়াবহতা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।পরে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ, টুকের বাজার ইউ.পি চেয়ারম্যান শহীদ আহমদ, কান্দিগাঁও ইউ.পি চেয়ারম্যান নিজাম উদ্দিন, সদর বিএনপির আহবায়ক এ কে এম তারেক কালাম, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, টুকের বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নেওয়াজ উদ্দিন, সদর আ.লীগের ত্রান সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, নুরুল হক, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহীন আলম, ব্যবসায়ী আব্দুল্লাহ আল রিপন, টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সম্পাদক এনাম হোসেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *