স্পোর্টস ডেস্ক:১৩তম সাউথ এশিয়ান গেমসে ( এসএ গেমস) প্রথম স্বর্ণ জিতলো বাংলাদেশ। তায়কোয়ান্দোর পুরুষ একক পুমসে ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দেন দিপু চাকমা। দিপু চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

সকালে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন হুমাইরা আক্তার। ললিতপুর কারাতে ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ব্যক্তিগত কাতায় হুমাইরা আক্তার অন্তরা তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন। একই খেলায় স্বর্ণ জেতে পাকিস্তান। এটি তাদের প্রথম স্বর্ণ। আর রৌপ্য গেছে স্বাগতিক নেপালের ঘরে। কাতায় ছেলেদের এককেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
কাতায় চার প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের হাসান খান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *