ডায়ালসিলেট ডেস্ক :: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ ঘটিকায় সংগঠনের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলার নেতৃবৃন্দের মাঝে এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জালাল উদ্দিন, আহবাবুর রহমান শিশু, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, জলিল আহমদ লিটন, জাহসিন আহমদ রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, মাহফুজ চৌধুরী জয়, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, রওনক আহমদ, প্রচার সম্পাদক মশিউর রহমান এহিয়া, অর্থ সম্পাদক ইফতেখার হোসেন মনি, যুব ও ক্রীড়া সম্পাদক মিল্লাত চৌধুরী, সহ জনশক্তি কর্মসংস্থান সম্পাদক আকবর হোসেন লাভলু, কৃষি সম্পাদক ইমরান জাকির, সহ কৃষি সম্পাদক সাজ্জাদুর হক সাজ্জাদ, পরিবেশ সম্পাদক রুহুল আমিন তালুকদার, সহ পরিবেশ সম্পাদক টিপু পুরকায়স্থ, সহ ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার এনামুল হক, সহ তথ্য ও প্রযুক্তি যোগাযোগ সম্পাদক ডা. বিভাংশু গুন, আইন সম্পাদক বিকাশ অধিকারী, কার্যকরী সদস্য এম শাহিন আহমদ, আশরাফুল হাসান কামরান, মোস্তফা উল্লা, আব্দুর রকিব, তাজুল লস্কর জুনেদ, এস জামান জুনেদ প্রমুখ।