ডায়ালসিলেট ডেস্ক:ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি অপরিপক্ক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

অন্য দিকে এ নিয়ে গত দেড় মাসে ফেঞ্চুগঞ্জে ৩টা অপরিপক্ক শিশুর লাশ উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় মানুষ। তারা মনে করছেন ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খোঁজ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের নজরদারি কামনা করেন তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *