ডায়ালসিলেট ডেস্ক :: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সিলেট জেলা প্রেসক্লাব। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ক্লাব কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় সভায় মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে ‘মুজিববর্ষ উদযাপন পর্ষদ’ গঠনেরও সিদ্ধান্ত নেন ক্লাবের উপস্থিত সদস্যরা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, আল আজাদ। বর্তমান কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য সৈয়দ রফিকুল ইসলাম সুজন, আলী আকবর কোহিনূর, সুব্রত দাস ও শাহীন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার হাসিনা বেগম, দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সিলেট ভয়েসের সম্পাদক সৈয়দ রাসেল, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, সিলেট বেতারের সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আবদুল আহাদ, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুলতান আহমদ, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার দিব্যজ্যোতি সী, দৈনিক খোলা কাগজের সিলেট প্রতিনিধি নিজামুল হক লিটন প্রমুখ।