নিজস্ব প্রতিবেদক : অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে  শফিউল আলম চৌধুরী নাদেল।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ৯টার দিকে বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।

আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট পদে নেতা নির্বাচন চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঐদিন ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নেতৃত্ব চূড়ান্ত করতে বুধবার প্রেসিডিয়াম বৈঠক করে আওয়ামী লীগ। এরপর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানাযায়, সদস্যপদে আসতে পারে বেশ কয়েকজন নতুন মুখ। এতে সাবেক ছাত্রলীগ নেতারা অগ্রাধিকার পাবেন।

সিলেটের মোট ৩ জন স্থান পেয়েছেন তার মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে শফিউল আলম চৌধুরী নাদেল,কার্যনিবাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, ও কার্যনিবাহী সদস্য ডা. মুশফিক ।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটিতে স্থান পেয়েছিলেন সিলেটে প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ । আর উপদেষ্টা কমিটিতে সিলেটের আরো ৩ নেতা আবুল মাল আবদুল মুহিত, ইনাম আহমেদ চৌধুরী ও সৈয়দ আবু নসর রয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *