ডায়ালসিলেট ডেস্ক:র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর পুরাতন পুলেরমুখ ক্বীনব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামী চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বলদীঘী গ্রামের মৃত শামসুল হকের ছেলে বাহার আলী (৪৫)। বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমার ভার্থখোলা সুইপার কলোনী।
জানা যায়, অভিযানে তার কাছ থেকে ৫৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে র্যাব-৯।
আটককৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।