ডায়ালসিলেট :: দক্ষিণ সুরমায় নিজ বাড়ির পার্শ্বে ড্রেইনের পাইপ বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে এক নিরীহ পরিবার। হামলায় সতোর্ধ বৃদ্ধ, স্কুল ছাত্র সহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে তারা চিকিৎসাধীন আছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় দক্ষিণ সুরমায় সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে তেলিপাড়া গ্রামের লালা মিয়া তার বাড়ির পার্শ্বে নিজস্ব জায়গায় ড্রেনের পাইপ বসানোর কাজ করছিলেন এর একটু পরে চলমান ড্রেইনের কাজ বন্ধের নির্দেশ দেন প্রতিপক্ষ সালেহ আহমদ।
পরে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সালেহ আহমদ, মানিক মিয়া, ইসহাক, নজির আহমদ ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র দিয়ে লালামিয়ার উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে হামলাকারীরা লালা মিয়ার বসত বাড়িতে ডুকে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। বাঁশের লাঠি, কাঠের রুল, রামদা সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে মৃত আরব আলীর পুত্র লালা মিয়া (৭০), তার পুত্র রাসেল আহমদ (৩২) ও স্কুলছাত্র নাদিম আহমদ আহত হন।
লালা মিয়ার পুত্র আহত রাসেল আহমদ জানান, তেলিপাড়া গ্রামের মখন মিয়ার পুত্র জুবেল আহমদ, ইসহাক আহমদ ও সুয়েব আহমদ, হাবিবুর রহমানের পুত্র মানিক মিয়া ও ইজ্জাদ আলী, মৃত মাসুক মিয়ার পুত্র সালেহ আহমদ, মানিক মিয়ার পুত্র মিজানুর রহমান, জিলু মিয়ার পুত্র নজির আহমদ, নজির আহমদের পুত্র আবু হানিফ সহ ১০/১২ জন অজ্ঞাত ব্যাক্তি তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
হামলায় লালা মিয়ার মাথায় দেশীয় অস্ত্র রামদার কোপ ও হাতে দায়ের কোপ লাগে গুরুতর আহত হন, রাসেল আহমদের মাথার পেছনে রামদার কোপ ও সারা শরীরে লীলাফুলা জখম রয়েছে এবং স্কুল ছাত্র নাদিম আহমদের সারা শরীরে জখম হয় ।
পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি প্রস্তুতি চলছে।