ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের ওসমানীনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ লেবু মিয়া (৩০) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের মৃত আছির উল্লার ছেলে। এ ঘটনায় আর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

সোমবার (২০ জানুয়ারি) ওসমানীনগর পুলিশের এসআই মো. আরিফ রেজা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা (যার নং ৯) দায়ের করেছ।

পুলিশ জানায়, শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার দয়ামীর ইউনিয়নের পারকুল গ্রামের গয়াছ আলীর বাড়ির উঠানে একটি নম্বার বিহীন চোরাই সিএনজি অটোরিকশা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দুই চোর পালিয়ে যায়। তারা হল, ওসমানীনগর থানার পারকুল গ্রামের মৃত মজিদ আলীর দুই ছেলে গয়াছ আলী (৫০) এবং নুরুল ইসলাম (৪০)। পলাতক গয়াছ মিয়া আন্ত:বিভাগীয় পেশাদার অটোরিকশা চোর বলে জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক বলেন, এক চোর আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে আমরা অভিযান পরিচালনা করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *