স্পোর্টস ডেস্ক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ২টা ৩০মিনিটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট ভেন্যুর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা ফুটবল দল বনাম সুনামগঞ্জ জেলা ফুটবল দল এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *