ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের জকিগঞ্জে ৪র্থ শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে জকিগঞ্জ থানার পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) তাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম কয়েছ আহমদ (৪২)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। এর আগে গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) ওই প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, মাদ্রাসা ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি যাওয়ার পথে একটি কুলগাছের নিচে বরই কুড়াতে গেলে অভিযুক্ত তাকে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটির কান্নাকাটি শুনে কয়েছ আহমদের বাড়ির ২য় তলার একটি কক্ষ তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নাসের হোসেন জানান, পুলিশ অভিযুক্ত কয়েছ আহমদকে আটক করেছে।