ডায়ালসিলেট ডেস্ক :: আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো ইংল্যাণ্ডের রাজধানী লন্ডন। রবিবার লন্ডনের দক্ষিণে একটি ব্যস্ত সড়কে ছুরি হাতে হামলা চালায় এক আততায়ী। এভাবে অন্তত দু’জনকে আহত করে সে। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর।

রবিবার স্থানীয় সময় দুপুর ২ টা নাগাদ স্ট্র্যাথাম হাইরোডে এক ব্যক্তি ছুরি হাতে পথচলতি লোকজনের ওপরে হামলা করে। টেমস নদীর দক্ষিণে অবস্থিত ব্যস্ত আবাসিক এলাকা স্ট্রিথাম এ হামলা চালানো হয়েছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে লোকজন উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় এই হামলাকারীর।

পুলিশের পক্ষে জানানো হয়, নিহত হামলাকারীর নাম সুদেশ আম্মান। তার বয়স ২০ বছর। এর আগে সে সন্ত্রাসী কার্যকলাপের জন্য জেলে ছিল। তাদের মতে, এটি একটি জঙ্গি হামলা ছিল।

ওই হামলার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এদিন মোট তিনটি গুলির শব্দ তাঁরা শুনেছেন বলে কয়েকজন জানান।

হামলাকারীর হাতে বন্দুক ছিল বলেও অনেকের দাবি। যদিও পুলিশ এই সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। হামলাকারীর পরিচয় জানা যায়নি। এই ঘটনার পরে লন্ডন-সহ দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *