ডায়ালসিলেট ডেস্ক:দক্ষিণ সুরমায় সি এন জি দুঘর্টনায় আহত হয়েছেন দুইজন মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় ঢাকা মহাসড়কের তেলিবাজার বাইবাস নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।ঘটনা সুত্রে জানা যায়,সকালে লালাবাজার থেকে সিলেট আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে সি এন জিটি উল্টে যায়।এসময় গুরুত্বরভাবে আহত হন দক্ষিণ সুরমার লালাবাজারের হিলু গ্রামের মনাফ আহমদের ছেলে রেদুয়ান আহমদ (২০) একই গ্রামের রফিক আলীর ছেলে ফয়সল আহমদ(২২)।আহতদের নর্থেইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।