ডায়ালসিলেট ডেস্ক :: সাতক্ষীরায় মৎস্য ঘেরের কাদায় পড়ে মেহেদি হাসান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেদি হাসান সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের লিটু ঢালীর ছেলে। সে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহত মেহেদির খালোতো ভাই সাকিবুল হাসান বলেন, আজ ভোরে বাবার সঙ্গে মেহেদি মৎস্য ঘেরে মাছ ধরতে যায়। বাবা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লে মেহেদি ঘেরের মধ্যে বানানো ঘরে ঘুমিয়ে পড়ে। সে ঘুমন্ত অবস্থায় ঘেরের মধ্যে পড়ে কাদায় আটকে যায়।কাদা থেকে সে আর বের হতে পারেনি। সেখানেই সে মারা যায়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।