ডায়ালসিলেট ডেস্ক:জামানতের টাকা ফিরে পেতে থানায় সাধারণ ডায়রী করেছেন নিউ মেডিকেল রোডের বাসিন্দা মো. মছব্বির আহমদের ছেলে জাবেদ আহমদ। তিনি গত ৩০ ডিসেম্বর সিলেট কোতোয়ালী মডেল থানায় এই সাধারণ ডায়রী করেন। যার নং ২৩২০। সাধারণ ডায়রি ও উকিল নোটিশে উল্লেখ করা হয়, জাবেদ আহমদ মৃত আজিজুল হকের দুই ছেলে মুজিবুল হক জাবেদ ও ফজলুল হক মোর্শেদের কাছ থেকে তিনি কাকলী শপিং সেন্টারের ৭ম তলায় অবস্থিত ৬০১ নং দোকানটি ভাড়া নেন এবং উক্ত দোকানটির জামানত হিসেবে তাদের দুই ভাইকে ৩শ টাকার একটি চুক্তিনামার মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা নগদ প্রদান করেন এবং দোকানটি তিনি সুন্দর্য্য বর্ধনের জন্য আরো ১০ লক্ষ টাকা ব্যয় করেন। বিশেষ প্রয়োজনে ব্যবসাটি স্থানান্তর করতে চাইলে তিনি মুজিবুল হক জাবেদ ও ফজলুল হক মোর্শেদকে অবগত করেন। দোকান কোঠার সত্বাধিকারী মুজিবুল হক ও মোর্শেদ ডেকোরেশন রেখে দিতে চাইলে ভাড়াটিয়া জাবেদের সাথে তাদের চুক্তি হয় ডেকোরেশনের ১০ লক্ষ টাকা থেকে ৩০% কর্তন করে ৭ লক্ষ ৫২ হাজার টাকা ও জামানতের ১ লক্ষ সহ মো ৮ লক্ষ ৫২ হাজার টাকা তারা ফেরত দিবেন। গত ৫ সেপ্টেম্বর সন্ধা আনুমানিক ৭টার দিকে জাবেদ উক্ত টাকা ফেরত নিতে চাইলে দোকান কোঠার সত্ত্বাধিকারী মুজিবুল ও মুর্শেদ তাকে অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন। পরে জাবেদ জানমালের রক্ষার্থে এর পূর্বে গত সেপ্টেম্বর মাসের ১১ তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং ৮৭৬। এছাড়াও তিনি গত ২৩ অক্টোবর এই দুই ভাইকে একটি উকিল নোটিশও প্রদান করেন। জাবেদ বলেন, তারা দুই ভাই আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে বরং আমাকে হত্যার হুমকি প্রদান করে যাচ্ছে। এমতাবস্থায় আমি প্রাণ রক্ষার্থে ও আমার জামানত সহ সম্পূর্ণ টাকা ফেরত পেতে মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *