ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ১ টি বিদেশী রিভলভারসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৫ টা ২০ মিনিটের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলার নতুন বালুচর এলাকার কামাল উদ্দিনের পুত্র আমির হোসেন (২২) ও সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার ধরের পাড়া এলাকার জীতেন্দ্র শর্মার পুত্র আপু শর্মা (২০)।
এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে ভোলাগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলভার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।