ডায়ালসিলেট ডেস্ক:: নিজ জেলায় বীরের বেশে ফিরলো বিশ্বকাপ জয়ী কুড়িগ্রাম উলিপুরের সন্তান শাহিন আলম। তিনি তার ভক্ত সমর্থকদের নিয়ে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্বাধীনতা ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান।
শুক্রবার সকালে ঢাকা থেকে তিনি কুড়িগ্রাম আসেন। গাড়ি থেকে নামার সাথে সাথে ক্রিকেটপ্রেমী ভক্ত সমর্থকরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। পরে খোলা গাড়িতে করে শহর প্রদক্ষিণ করলে শহরজুড়ে সবাই তাকে অভিবাদন জানায়।
এ সময় তার সাথে ছিলেন ক্রীড়া সংগঠক জালাল উদ্দীন লাইজু, মানবিক কুড়িগ্রামের সভাপতি ও ফিরোজ টেলিকম স্বত্বাধিকারী ফিরোজ আহমেদ, তিতাস টেলিকমের স্বত্বাধিকারী মামুনুর রশিদ প্রমুখ।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীন উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের দিনমজুর শাহাদত হোসেনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছোট। মা সাতিনা বেগম একজন গৃহিনী।
শাহীন বলেন, ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে তিনি গর্বিত মনে করছেন। তারা বিশ্বকাপ জয় করে দেশে আসার পর প্রধানমন্ত্রীসহ দেশের মানুষ তাদেরকে যে সংবর্ধনা দিয়েছে এটি তাদের জন্য ভুলার মতো নয়। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়ে বলেন আগামীতে যেনো তারা আরো ভালো কিছু করতে পারেন।
শ্রীলংকা ও নিউজল্যান্ডে জাতীয় দলের বয়স ভিত্তিক গ্রুপের হয়ে দীর্ঘদেহীর কারণে সফর করেন স্ট্রাইক বোলার হিসেবে শাহীন আলম।