ডায়ালসিলেট ডেস্ক:ঐতিহ্য ও সংস্কৃতি প্রেমী ও নাগরিকবৃন্দের আয়োজনে আগামী ২২ ফেব্রুয়ারী শনিবার বিকাল সাড়ে ৫টায় মদন মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলেটে সরস্বতী পূজার শোভাযাত্রায় ঐতিহ্য সংস্থাপনের লক্ষ্যে কনভেনশন ২০২০’।

উক্ত কনভেনশনের মূল বিষয়বস্তু হচ্ছে- বিগত প্রায় ৭/৮ বছর যাবত এই শোভাযাত্রা নানা কারণে তার সুনাম ও ঐতিহ্য হারাতে চলেছে। সাউন্ড সিস্টেমের প্রচণ্ড শব্দদূষণ, চটুল হিন্দি গান, আর উদ্দামতা এই শোভাযাত্রার মাধুর্য ধুলায় মিশিয়ে দিয়েছে। একটি বহু ধর্ম ও সংস্কৃতির যৌগিক সমাজে এটি সবার কাছেই নিন্দনীয় ও হতবাক হওয়ার মতো বিষয়ে পরিনত হয়েছে। তাই ঐতিহ্য রক্ষা হোক, উৎসব আনন্দের সাথে উদযাপিত হোক কিন্তু অপকর্ম দূর হোক, দূরহোক বিবেক বর্জিত যত অন্ধকার আস্ফালন।

সামগ্রিক বিষয়টি নিয়ে পাড়া-মহল্লা, স্কুল-কলেজের সকল পূজারিবৃন্দ ও সংস্কৃতি প্রেমী নাগরিকদের মূল্যবান মতামত প্রদান করার জন্য এই কনভেনশনের মূল বিষয় এবং ধর্মীয় উৎসবের ভাবগাম্ভীর্য রক্ষার জন্য, সিলেটের ঐতিহ্য রক্ষার জন্য সচেতন মূল্যবোধ নিয়ে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

কনভেনশনে সভাপতিত্ব করবেন মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুন।

নিজ দায়িত্বে পূজা সংশ্লিষ্ট সকলকে আসতে আহবান জানিয়েছেন আয়োজকরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *