আন্তর্জাতিক ডেস্ক::  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় রাত ১২টায় গণনা কাজ শুরু হয়।

২০৮ টি সংসদীয় এলাকার মধ্যে ৮২টি এলাকার নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে রক্ষণশীলরা এগিয়ে রয়েছেন।

ইরানে প্রতি চার বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সি সব নাগরিক ভোট দিতে পারেন।

স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বেশ ভিড় লক্ষ্য করা যায়।এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে সাত হাজার ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে তেহরান প্রদেশের নির্বাচনের ফলাফল এখনও প্রকাশিত হয় নি।

তেহরানে সাবেক মেয়র ও রক্ষণশীল প্রার্থী পরিচিত মুখ মোহাম্মাদ বাকের কালিবফের নেতৃত্বাধীন প্রার্থীরা সর্বশেষ গণনায় এগিয়ে রয়েছেন। জানা গেছে, নির্বাচনে পুরো ইরানজুড়ে ৪০ভাগ ভোটার উপস্থিতি ছিল।

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ হয়েছে শুধুমাত্র তেহরান,কোম,উত্তর খোরাসান,খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে।

0Shares
One thought on “ইরানে সংসদ নির্বাচনে রক্ষণশীলরা এগিয়ে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *