ডায়ালসিলেট ডেস্ক::   জামিন শুনানির আগের দিন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশের লাঠিপেটায় বিএপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ (শনিবার) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে এ রিজভীর নেতৃত্বে মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুর ৬ নম্বর কাঁচাবাজার থেকে মিছিল শুরু করেন। মিছিলটি মিরপুর ১১ নম্বরের দিকে এগোলে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

দলটির নেতারা জানান, এ সময় রিজভী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, ছাত্রদলের ওমর ফারুক কায়সার, সাইফুল ইসলাম তুহিনসহ অন্তত ১০ জন আহত হন।

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তারা খালেদা জিয়া মুক্তির জন্য মিছিল করছিলেন। এটি কোন সরকার পতনের মিছিল ছিল না। কিন্তু তাদের এই শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিপেটায় তিনিসহ দলের অনেক নেতাকর্মীও আহত হয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *