ডায়ালসিলেট ডেস্ক::    ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ছিলেন তামিম ইকবাল। কিন্তু হঠাৎই ৪১ রানে ডোনাল্ড ত্রিপানোর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম।
প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রান করার কৃতিত্ব দেখালেন টাইগার ওপেনার। আর বিশ্বের ৫০তম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১৩ হাজার রান করলেন তামিম।

১৩ হাজারি ক্লাবে নাম লেখাতে ২৭ রান প্রয়োজন ছিল তামিমের।

বাংলাদেশের প্রথম ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে চার্লটন টিসুমাকে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান ১৩ হাজারের ক্লাবে। ৬০ টেস্টে তামিমের রান চার হাজার ৪০৫।

ওয়ানডেতে তামিমের রান ছিল ছয় হাজার ৮৯২। টি-টোয়েন্টিতে তামিমের রান এক হাজার ৭১৭। তিন ফরম্যাটে তামিমের সেঞ্চুরি ২১টি। তার মধ্যে টেস্টে ৯টি। ওয়ানডেতে ১১টি ও টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি আছে তামিমের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *