ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের ওসমানীনগরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ টাকা জরিমানা করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা আক্তার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর কদমতলাস্থ শাকিল মেডিকেলকে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার ২০০৯ আইনে স্বাদ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সাথে ছিলেন ওসমানীনগর থানার এসআই আমিরুল ইসলাম শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরিমানার কথা নিশ্চিত করেন।