কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের বিয়ের তিন দিনের মাথায় আত্মহনন করেছেন এখলাছুর রহমান (২৬) নামের এক যুবক। এখলাছ কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বাবুলনগর গ্রামের আব্দুর রহিমের পুত্র। রবিবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বাড়ির পিছনের আম গাছের সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে এসেছে। এখলাছ মাত্র তিনদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
