ডায়ালসিলেট ডেস্ক :: মাত্র ৮ ঘন্টার ব্যস্ত সফরে আজ মঙ্গলবার সিলেটে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এবারের সফরে সূচি সিলেট সদর উপজেলার মহালদিক-সুইসগেইট রাস্তা উদ্বোধন, পথেঘর-এইচবি রাস্তার উদ্বোধন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন, বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের নতুন ভবনের উদ্বোধন ও বিকাল সাড়ে ৪টায় নগরীর জল্লারপাড়ে একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন ড. মোমেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *