ডায়ালসিলেট ডেস্ক:সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নানা কার্যক্রম নিয়ে করনীয় সম্পর্কে ঐক্যমতে পৌঁছাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। সকলের ঐকমতের ভিত্তিতে আরিফুল হক চৌধুরীর অপসারণ চেয়ে মন্ত্রণালয়ে অভিযোগপত্র পাঠানোও হতে পারে। আজ বুধবার এ লক্ষ্যে কাউন্সিলরদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক পরবর্তী সিদ্ধান্তের আলোকে সিসিক মেয়রের ব্যাপারে কাউন্সিলররা সিদ্ধান্ত নিবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বকস সিলেট ভয়েসকে বলেন, অপসারণ চাওয়া হচ্ছে এটা ঠিক না। আমরা মেয়র সাহেবের কার্যক্রম নিয়ে আলোচনায় বসবো। এর পর সিদ্ধান্ত নিবো।
এদিকে সিসিকের এক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে জানান, কাউন্সিলররা কিছুদিন আগে গোপনে একটি বৈঠক করে প্রাথমিক একটি সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত হলো মেয়রের বিরুদ্ধে সকল অভিযোগ তুলে ধরে উনার অপসারণ চেয়ে মন্ত্রণালয়ে একটি অভিযোগপত্র পাঠানো হবে। সিদ্ধান্তে ২২ জন কাউন্সিলর একমত হয়েছেন। কিন্তু এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আজ আবার আলোচনায় বসা হচ্ছে।