ডায়ালসিলেট ডেস্ক: সিলেট দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে দক্ষিণ সুরমা থানাপুলিশ এই লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা এস.আই শাহিন আহমদ।
সোমবার দুপুরে সুরমার হুমায়ুন রশীদ চত্বরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মৃতদেহটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫৫ বছর।
পুলিশের প্রাথমিক ধারণা- নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্ত শেষে পুলিশ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে।