ডায়ালসিলেট ডেস্ক::    আপাতত ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সিদ্ধান্ত রবিবার থেকে কার্যকর হবে।

আজ রবিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনার শেষে তিনি বলেন, ভারত যেমন বাংলাদেশি যাত্রীদের সে দেশে প্রবেশ বন্ধ করেছে তেমনি আমরাও ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি।

তিনি বলেন, যাত্রীদের বলা হয়েছে অবস্থার উন্নতি হলে দেশে আসার জন্য কিন্তু তারা সেটা শুনছেন না। সেজন্য বাধ্য হয়ে আমরা বিভিন্ন দেশের এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছি। যেসব দেশে করোনা ভাইরাস বেশি সেসব দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ করে দিয়েছি।

মন্ত্রী আরও বলেন, আজ রাত ১২টা ১ মিনিট থেকে এটা কার্যকর হবে। বাংলাদেশি নাগরিকদের ভারত যেতে দিচ্ছে না, আজ থেকে ভারতের কেউও বাংলাদেশে আসতে পারবেন না। কয়েকজন মানুষের জন্য আমাদের ১৬ কোটি মানুষ অসুস্থ হোক সেটা আমরা চাই না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *