আন্তর্জাতিক ডেস্ক::   মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চীনের বাইরে আক্রান্ত সবচেয়ে বেশি বিপর্যস্ত ইরান।

তেহরানে এ ভাইরাস সংক্রমণে ৭২৪ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে ১৩ হাজার ৯৩৮ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এমন আতঙ্কের মধ্যেই জানা গেলে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির ধর্মীয় পরিষদের সদস্য আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি (৭৮)। এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র (ইরনা) কাছ থেকে জানা যায়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দুইদিন আগে হাসপাতালে ভর্তি হন আয়াতুল্লাহ হাশেম বাথায়ী। তবে তার শেষ রক্ষাটাও হয়নি। আজ (সোমবার) শ্বাসযন্ত্র বন্ধ হওয়ায় মৃত্যু হয় তার।

এএফপি জানায়, তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম। করোনার ছোবলে বিধ্বস্ত ইরানের সংসদ। করোনায় আক্রান্ত হয়ে আয়াতুল্লাহ হাশেম ছাড়াও চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৩ জন নেতা। দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত।

করোনাভাইরাসের প্রাদুভার্ব দমন করতে ইরানে ব্যাপক সহায়তা চালিয়ে যাচ্ছে চীন। শনিবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ইরানের প্রতি আত্মবিশ্বাস রয়েছে, অবশ্যই তারা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে। তিনি আরও বলেন, মহামারী দমনে ইরানকে যে কোনো সাহায্য সহাযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে।

এদিকে ইরান করোনা মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৫ বিলিয়ন ডলার জরুরি তহবিল চেয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *