আন্তর্জাতিক ডেস্ক:: ইউরোপের দেশ ইতালি যেন করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। করোনা ভাইরাসে চীনের পর বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬২৭ জন। এখন পর্যন্ত যেকোনও দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৭ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ।এদের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৯৭৮ জন। গতকাল ইতালির মিলান শহরে মারা গেছেন এক বাংলাদেশী।