ডায়ালসিলেট ডেস্ক:: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খতমে তারাবিহ নামাজ পড়ানো হবে।
রোববার খতমে তারাবিহ নামাজ পড়ানোর জন্য সিলেট নগরীর কাজীটুলা উঁচাসড়ক জামে মসজিদে কোরআনে হাফিজদের সাক্ষাতকারের আয়োজন করা হয়েছে। বাদ এশা মসজিদে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
ইচ্ছুক কোরআনে হাফিজদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মসজিদের মোতাওয়াল্লি দিলওয়ার বক্ত।