ডায়ালসিলেট ডেস্ক::   আজ (রোববার) সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা এক নারী (৬১) ভোররাতে মারা গেছেন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, সেটি নিশ্চিত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাঁর পরিবারের সদস্যদের হাসপাতালের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এই নারী যুক্তরাজ্য থেকে ৪ মার্চ দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় ওই নারীর স্বজনেরা তাঁকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করান। আজ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভোররাত চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

এই নারীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, সেটা নিশ্চিত না হলেও তাঁর শরীরে উপসর্গগুলো ছিল। ফলে কোভিড-১৯–এ নিহত ব্যক্তির দাফন যেভাবে করা উচিত, সেভাবেই তাঁকে দাফন করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, মৃত ওই নারীর সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, সেটি নিশ্চিত নয়। তারপরও তাঁর সংস্পর্শে থাকা স্বজনদের হাসপাতালের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতজন স্বজন তাঁর সংস্পর্শে এসেছেন এবং কতজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হবে, তা তিনি বলতে পারেননি। ওই নারীর স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে। তাঁদের হাসপাতালের কোয়ারেন্টিনে ভর্তি করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *