ডায়ালসিলেট ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে জরুরি ব্রিফিংয়ে আসছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ (মঙ্গলবার) আইনমন্ত্রীর গুলশান অফিসে বিকাল ৪ টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খালেদা জিয়ার জামিন কিংবা প্যারোলে মুক্তির বিষয়ে আইনমন্ত্রী কোন কথা বলবেন কিনা জানতে চাইলে রেজাউল করিম বলেন, এ বিষয়ে আইনমন্ত্রী বিস্তারিত বলবেন।
দুই বছরের বেশি সময় ধরে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তার মুক্তির দাবি করে আসছে বিএনপি।