ডায়ালসিলেট ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ (মঙ্গলবার) বিকালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিতের বিষয়টি তার বয়স বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি যেকোনো সময় মুক্তি পাবেন।
এর আগে, খালেদা জিয়ার পরিবারের পক্ষে থেকে শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে সরকারের কাছে মুক্তির আবেদন জানানো হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের এপ্রিল মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বন্দি অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি।