ডায়ালসিলেট ডেস্ক:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৫ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ৩৯ জন এবং সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।
সেব্রিনা জানান, মৃত ব্যক্তির বয়স ৬৫ এবং তিনি পুরুষ। তার ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যা ছিল। তিনি গত ১৮ মার্চ থেকে দেশের স্থানীয় একটি হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছিলেন ।তার অবস্থার অবনতি হলে তাকে গত ২১ মার্চ রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়। অবশেষে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এ ৮২ জনের নমুনা (কোভিড-১৯) পরীক্ষা করা হয়। কিন্তু কারো দেহে এই ভাইরাস পাওয়া যায়নি। এ পর্যন্ত আইসোলেশনে আছে ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে ৩৭ জন।
তিনি জানান, বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশন (সমাজে মানুষের মধ্যে) ছড়াচ্ছে না। তবে একটি স্থানে এমন হয়েছিল। সেখানে সংক্রমণ বেশি ছিল। আমরা সে স্থানটি লকডাউন করে যাদের মধ্যে করোনা ছড়াতে পারে তাদের নমুনা এনে পরীক্ষা করেছি। পরীক্ষায় পজিটিভের হার কম ছিল। কিন্তু পরে দেখা যায় সেখানকার দু’জন বিদেশফেরত দু’জনের সংস্পর্শে এসেছিলেন।
অধ্যাপক ফ্লোরা বলেন, কিছুদিনের মধ্যে আইইডিসিআর ছাড়াও আরো কয়েকটি স্থানে কোভিড-১৯ পরীক্ষা করানো যাবে। এগুলো ঢাকার শিশু হাসপাতালে, চট্টগ্রামে ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউটে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এদিকে, সিলেটের বিমানন্দরে যুক্তরাজ্য ফেরত ৩১ যাত্রীর মধ্যে ২ জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
এ ছাড়া আইইডিসিআরে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৩০ জনের কল এসেছে। সব কলই ছিল কোভিড-১৯ সংক্রান্ত কল। আইইডিসিআর-এ মোট ১৭টি নাম্বার আছে। তবে দুইটি নাম্বারের কল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান আইইডিসিআর। এখানে কল করলে যে নাম্বার খালি থাকবে সেখানে চলে যাবে, এটা সহজ হবে সকলের জন্য। এ দুটি নাম্বার হলো- ০১৬৫৫ এবং ১০৯৪৪৩৩৩২২২।