Coronavirus outbreak. Pathogen affecting the respiratory tract. COVID-19 infection. Concept of a pandemic, viral infection. Coronavirus inside a human. Viral infection causing chronic disease. 3D illustration

ডায়ালসিলেট ডেস্ক ::  দেশে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রবাসী থেকে শুরু করে সাধারণ মানুষও এরোগে আক্রান্ত হচ্ছে। একইসাথে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসকদের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত সারা দেশে ৫১ জন চিকিৎসক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আরো ১০৪ জন আইসোলেশনে আছেন বলে জানা যায়।

এ নিয়ে বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ১০১২, নতুন সনাক্ত ২০৯ জন এবং মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জন দাড়িয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *