ডায়ালসিলেট :: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা মেনে আসন্ন রমজান মাসে দেশবাসীকে ঘরে বসে তারাবির নামাজ পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবন থেকে ঢাকা বিভাগের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান ।
তিনি আরো বলেন, তারাবি’র নামাজ- যেহেতু সৌদি আরবেও মসজিদে না পড়ে ঘরে বসে পড়ার কথা বলা হয়েছে আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলো নির্দেশনা দিয়েছে সেটা মেনে ঘরে বসে তারাবি পড়েন। নিজের মন মতো করে পড়েন।
আসন্ন রমজান মাসে আমাদের পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর পর্যাপ্ত পরিমানে রয়েছে। এতে কোন অসুবিধা হবে না এবং মালবাহী যানবাহন যাতায়াতে যথাযথ ব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ লাখ মানুষের রেশন কার্ড রয়েছে। নতুন করে আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। এজন্য নতুন তালিকা করা হচ্ছে।
দেশকে কীভাবে রক্ষা করা যায় এতে কখনও দেশে দুর্ভিক্ষ দেখা দিলে আগে থেকেই এই কথা চিন্তা করে ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তিন বছরের পরিকল্পনা করে আগাম কর্মসূচি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ত্রাণ নিয়ে দুর্নীতিতে খবর পেলেই প্রয়োজনীয় তৎখনাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে হবে বলে তিনি জানান।
দলীয় ভোটার দেখে দেখে ত্রাণের তালিকা করা যাবে না এখানে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যের মাধ্যমে একযোগে কাজ করে যেতে হবে। আমরা চাই, যারা প্রকৃত জনগণ তারা তালিকায় আসুক। আওয়ামী লীগ শুধু দলীয় রাজনীতি করে না, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। এই সুস্পষ্ট বার্তা আমরা দিতে চাই।’
এজন্য স্থানীয় প্রশাসন তালিকাটি যাচাই-বাছাই করবে। আওয়ামী লীগের জেলা উপজেলা ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ত্রাণ কমিটি তালিকা করা হবে যাতে কেউ যেন অনাহারে না থাকেন। ’