বাংলাদেশে আজ বৃহস্পতিবার (২৩এপ্রিল ২০২০ইং) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪১৪ জন এবং মারা গেছেন ৭ জন । এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৮৬ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১১৭জন । এ নিয়ে ২৪ঘন্টায় ১৬জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১০৮জন।
আজ বৃহস্পতিবার (২৩ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলেন, নতুন করে মারা যাওয়ার মধ্যে ৫ জন পুরুষ ও ২জন নারী রয়েছেন।
এদিকে সাধারণ ছুটি বেড়ে আগামী ৫মে পর্যন্ত বাড়ানো হয়েছে এ প্রজ্ঞাপন জারি ছুটিকালীন সময়ে কোন শিক্ষাপ্রতিষ্টানও খোলা রাখা যাবেনা।