বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান বিপিএম (বার)-কে বদলি করা হয়েছে। তাকে বর্তমানে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
৩ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বদলি করা হয়।
কামরুল আহসান সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন ২০১৬ সালের ডিসেম্বরে।এরআগে তিনি সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন।
কামরুল আহসান ছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে।