ডায়ালসিলেট ডেস্ক::   পবিত্র রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস। এটি সংযমের মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ সাওম পালন করে থাকেন। রমজান মাসে সাওম বা রোজা পালন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাসের শেষদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানগণ ঈদুল-ফিতর পালন করে থাকেন।

চলছে পবিত্র রমযান মাস। সিয়াম-সাধনার এ মাস জুড়েই রয়েছে রহমত, বরকত ও নাজাতের সাওগাত।মুমিনের জন্য সৌভাগের বার্তা নিয়ে আসে এ মাস।ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রাজি- খুশি হাসিলের বড় সুযোগ এ মহান মাসে।

পবিত্র রমযানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে-

প্রিয় নবীজি (সা.) এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা (রা.)বলেছেন, রাসুল (সা.) এরশাদ করেছেন, যখন রমযান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়।(বুখারী,মুসলিম)

আজ রমযানের ১৩তম দিন। এ দিনটিতে হাশরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *