মহামারী করোনার ভয়াবহতায় বদলে যাওয়া দেশ তথা বিশ্বের প্রেক্ষাপটে দূরত্ব যখন সবার কাছেই কাংখিত ঠিক তখন ব্যতিক্রমী আয়োজন নিয়ে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
একইসাথে জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক, তরুন সমাজ সংগঠক ডাঃ আরমান আহমদ শিপলুর জন্মদিন উপলক্ষে এ আয়োজন করেন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
আজ রবিবার (১০ই মে ২০২০ইং) বিকেলে নগরীর সার্কিট হাউজ পয়েন্টে ডা. আরমান আহমদ শিপলুর জন্মদিন উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষদের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।
ডাঃ শিপলু আহমদের সুস্থ ও সাফল্যময় জীবন কামনা করে সকলের নিকট দোয়া কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা সাইদুল হক সাঈদ, রানা আহমদ শিপলু, সিলেট জেলা যুবলীগ নেতা শাহজাহান মিয়া,মোহাম্মদ আলী অপু, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি সালেখ আহমদ ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুনেল আহমদ, রনি, মোঃ আরিফ খন্দকার আজিম, রেজাউল ইসলাম রাব্বি, তাহসিন মাহি প্রমুখ।
– প্রেস বিজ্ঞপ্তি –