সিলেট বিভাগে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৯ জনের পরীক্ষা করা হয়েছে ঢাকার ল্যাবে।
আজ রবিবার এনিয়ে সিলেট বিভাগে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে এবং মারা গেছেন ৫ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা.আনিসুর রহমান ডায়ালসিলেটকে এ তথ্য জানান, সিলেট বিভাগে ৯ জনের মধ্যে সিলেটে ৪ জন,সুনামগঞ্জের ১জন, হবিগঞ্জ ২জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন শনাক্ত হয়েছেন।
গত শুক্র ও শনিবার নমুনা সংখ্য বেশী থাকায় তা ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ৯ জনের পজেটিভ ধরা পড়ে।

এদিকে আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হলে সবকটি পরীক্ষা নেগেটিভ এসেছে। সিলেট বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা পজেটিভ সংখ্যা দাড়ালো ২৭৯জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *